ডিএএফও, মাগুরা কার্যালয় বাংলাদেশ সরকারের মাগুরা জেলার আয় ব্যয়ের পূর্ব নিরীক্ষা ও হিসাবরক্ষণ এর জন্য দায়িত্বপ্রাপ্ত। এই লক্ষ্যে ডিষ্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিস, মাগুরা কার্যালয়ের মাধ্যমে ডিষ্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসএর উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।সিটিজেন চার্টার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মকর্তা কর্মচারিগণের বেতন বিলসহ অন্যান্য আনুষংগিক বিলসমূহ যথাসময়ে নিস্পত্তি করা হচ্ছে। ১০০ ভাগ সরকারী কর্মকর্তার বেতন ভাতা বিল অনলাইনে দাখিল কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এছাড়া সরকারী কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা Electronic Fund Transfer (EFT) পদ্ধতিতে পরিশোধ কার্যক্রমও ১০০ ভাগে উন্নিত করা হয়েছে। ১০০ ভাগ পেনশনভোগীর পেনশন তাদেঁর স্ব স্ব ব্যাংক একাউন্টে পরিশোধ করা হচ্ছে। সম্মানীত পেনশনভোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখার নিমিত্ত ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। ১০০ ভাগ কর্মকর্তা কর্মচারীগণের জিপিএফ ব্যালেন্স হালনাগাদপূর্বক iBAS++ এ আপলোড করা হয়েছে। MICR চেক প্রবর্তন ও চালু করা হয়েছে। এ কার্যালয়ের মাধ্যমে জেলায় সংঘটিত সরকারের মাসিক আয়-ব্যয় বিবরণী, আইসিইউ রিপোর্ট, হিসাব রিকনসিলিয়েশন রিপোর্ট, চালান যাচাই, বিল রিকনসিলিয়েশন, রিপোর্ট রিটার্ন সহ সরকারের এই কার্যালয়ের উপর বিভিন্ন সময়ে জারীকৃত আদেশ নির্দেশ অনুসরন করে (Vission-2021) ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন উদ্ভাবনী ও সংস্কারমুলক উদ্যোগ ডিজিটালাইজেশন করে সেবা প্রদান সহজীকরন হয়েছে। যেমন, ইএফটি (EFT) এর মাধ্যমে বেতন, উৎসব ভাতা ও পেনশন প্রদান সহজতর হয়েছে। সার্বিক সহযোগিতায় সিজিএ, সিএএফও, ডিসিএ কার্যালয়সমূহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস